আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ঐতিহ্যের লড়াই। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। ঢাকা ডার্বিতে আজ (শনিবার) মুখোমুখি হয়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর ইনিংস শেষ হয় ২২৫ রানেই।
ফলে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আনিসুল ইসলাম ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৮ রান। আনিসুল ইমন ১১৪ রানে বিদায় নেন।
পরে মোহামেডান দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ক্রিকেটে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। মুশফিকুর রহিম করেন ২০ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৭ রান।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আবাহনী। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং জিসান আলম ছিলেন ব্যর্থ। পরে এক প্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আসা-যাওয়ার মিছিল ছিল। শেষ পর্যন্ত ৮০ রানে বিদায় নেন শান্ত।
শান্ত ছাড়াও মুমিনুল হক ২৫, মোহাম্মদ মিঠুন ১৯ এবং মোসাদ্দেক হোসেন করেন ২৪ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত হোসেন, এছাড়া ২টি করে উইকেট নেন সাইফ উদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ।
আমার বার্তা/এল/এমই