বাকৃবিসহ সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রের ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষা দিবেন।
দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে দুপুর ২টা থেকে কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।
আমার বার্তা/এল/এমই