ই-পেপার রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ছোট পোশাক পরলেই মা খারাপ না, এটা আমার ছেলে জানুক

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৫, ১২:৪২
আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৭

টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাংলাদেশের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছেন চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। মাঝে তাদের দূরত্ব বাড়ে আলাদা থাকা শুরু করেন। হয় বিচ্ছেদও। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান। তবে বিয়ে-বিচ্ছেদের পর আবার সংসারে ফিরেছেন তারা। অভিনয় ছাড়াও যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন এই দম্পতি।

কখনো সংসার জীবন নিয়ে, কখনো সাহসী পোশাকে ফটোশুট করে ট্রলের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এসব বিষয় কীভাবে দেখেন, কীভাবে সামাল দেন ‘চিরদিনই তুমি যে আমার’খ্যাত এই তারকা? এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা সরকার বলেন, “আগে এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলত। কিন্তু এখন আমাকে আর এগুলো প্রভাবিত করে না। স্যোশাল মিডিয়ায় মানুষ এখন খুব গুরুত্ব পেতে চান। তাদের মনে হয়, একটা নেতিবাচক মন্তব্য করলে তার পরিবর্তে আরো বেশ কয়েকটা মন্তব্য করবেন অন্যরা, ফলস্বরূপ তার রিচ বাড়বে। একটা পোস্ট করলে চারটা বাজে কমেন্টের সঙ্গে ছয়টা ভালো কমেন্টও আসে। আমি ভালো কমেন্টগুলোকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তাতে আমি ভালো থাকি। তবে চোখে সবই পড়ে, পোশাক থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই তারা মন্তব্য করেন।”

উদাহরণ টেনে প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমাকে অনেকে মন্তব্য করেছিলেন, ‘একজন মা হয়ে এই ধরনের পোশাক কীভাবে পরতে পারে? বা বোল্ড ফটোশুট কীভাবে করতে পারেন?’ আমি কী পোশাক পরলাম সেটা দিয়ে তো মানুষটা কীরকম তা বিচার করা যেতে পারে না। আমার মনে হয়, আমি মা বলেই নির্দ্বিধায় আরো বেশি করে বোল্ড ফটোশুট সামনে আনব। কারণ আমার ছেলের জানা দরকার ছোট জামা বা একটা বোল্ড পোশাক পরেছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না। সে যদি নিজের মাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তবেই বাইরে অন্য কোনো মহিলা সেই ধরনের পোশাক পরলে তাকে অসম্মান করবে না, সহজেই তাকে একটা তকমা দিয়ে দেবে না। আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকু সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি।”

কষ্ট পেলে প্রিয়াঙ্কা তা কীভাবে সামলান? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি, খুব ঈশ্বরভক্ত। আসলে জীবন কখনো মসৃণ না। সেখানে অনেক ওঠাপড়া। এটা মেনে নিতে হবে, সেটা না থাকলেই বরং জীবন পানসে। কাজের জায়গা বলুন কিংবা সম্পর্ক, এই ওঠাপড়া না থাকলে একটা সময়ের পর আপনিও একঘেয়েমিতে ভুগবেন। এই ওঠাপড়া থেকে ভালো দিকটা আপনি নেবেন, না কি মন্দ দিকের ধাক্কায় অবসাদে ডুবে যাবেন, তা আপনার উপর নির্ভর করছে।”

খানিকটা ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমি অন্তত এই ওঠাপড়া থেকে ভালোটাই নেওয়ার চেষ্টা করি। খুব দুঃখের সময় আশায় বুক বেঁধেছি, এরপর ভালো কিছু হবে, হয়েছেও। খারাপ সময় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি, কীভাবে ওই সময় অতিক্রম করতে হয়। কোনো মানুষের জীবনে শুধু খারাপ বা শুধু ভালো হয় না। লড়াইটা চালিয়ে যেতে হবে। খারাপ সময় আসলে মনে মনে বলি, এই সময়টাও কেটে যাবে। এই বিশ্বাস আঁকড়েই পথ চলছি। আমার অনুরাগীদেরও সেই বার্তাই দেব, ধৈর্য ধরতে হবে।”

আমার বার্তা/জেএইচ

আরও দুই দেশে মুক্তির ঘোষণা শাকিবের ‘বরবাদ’

শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের দুইটি ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। তিন

বাইফা চতুর্থ আসরের অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত!

জমকালো আয়োজনে আগামী ১৬ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ অনুষ্ঠিত হতে

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগে কারাগারে মডেল মেঘনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০

হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতি আগুনে পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

ঢাকা ডার্বিতে মোহামেডানের জয়

রাশিয়া ও ক্রোয়েশিয়ার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মডেল মেঘনা আলমের সহযোগী পাঁচ দিনের রিমান্ডে

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন হাজারো মানুষ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড সংখ্যক টাকা ও স্বর্ণালংকার

ভেন্যু জটিলতায় পিছিয়ে যাচ্ছে বিসিএল

পুলিশে চাকরি দেওয়ার নামে লেনদেনে দুইজন গ্রেপ্তার

গাজার পুরো ‘মোরাগ’ করিডর দখল করল ইসরায়েল

পিন ছাড়াই বিকাশ পেমেন্টে রিচার্জ সুবিধা চালু রবি ও এয়ারটেলের

সফলতার পথে যেভাবে এগিয়ে যাবেন

ইসরায়েলের গণহত্যার বিচার ও গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি

কাঁচা আমের উপকারীতা

ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় মোনাজাতে কাঁদলেন লাখো মানুষ

স্লোভাকিয়ার প্রতি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান

জনতার মহাসমুদ্র ফিলিস্তিন ও আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ

ঈদের ছুটির পর সচল পোশাক কারখানা

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তরুণ আটক

কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু