জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর অনুসন্ধানে উঠে আসে, পরীক্ষার শুরু থেকেই কিছু শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করছিল। এনএসআই’র তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে আদিবকে আটক করে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতের দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আদিব ওই এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানিয়েছে, আদিবের মোবাইল ফোনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রের নমুনা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
আমার বার্তা/এল/এমই