বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরপরই ঘরোয়ার নতুন সূচিতে আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল। তবে ভেন্যু জটিলতায় পিছিয়ে যাচ্ছে প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন মাঠে গড়াবে বিসিএল। টুর্নামেন্টের শেষ রাউন্ড হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে।
আজ শনিবার মিরপুরে গনমাধ্যমের মুখেমুখি হয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- 'এ' দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’
আকরাম আরও বলেন, ‘গত ৬-৭ মাস আগে থেকে আমরা ধরে রেখেছিলাম, বিসিএলটা মে মাসে হবে। কিন্তু দুই-তিনটা সিরিজ ঘরের মাঠে হওয়ায় মাঠগুলো পাচ্ছি না এবং ক্রিকেটারদেরও পাব না। কারণ বিসিএলে আমরা ৮টা বিভাগ থেকে নিয়ে ৪টা দল বানাই। সেই জায়গায় আমরা পারছি না বিধায় জুনে নিয়ে গেছি। ক্রিকেটারদের জন্য একটু কষ্ট হবে। কিন্তু আর কিছু করার নেই।’
আমার বার্তা/এল/এমই