চলচ্চিত্রে নায়িকাদের সহায়ক মনোভাব জরুরি : চিত্রনায়িকা তানহা মৌমাছি
বাংলা চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা তানহা মৌমাছি। অভিনয়, পেশাদারিত্ব এবং শিল্প জীবনের প্রতি গভীর দায়বদ্ধতা তাঁর প্রশংসনীয় বৈশিষ্ট্য। বর্তমানে তাঁর অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ এবং রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’–দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে; দুটিতেই তাঁর বিপরীতে অভিনয়