দেলোয়ার হোসেন দিলু প্রযোজিত মানবপাচারের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘জল রঙ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল।
কবিরুল ইসলাম রানা পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, খালেদা আক্তার কল্পনা ও রাশেদা চৌধুরী।
মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নে বিভোর গ্রামের দরিদ্র মানুষের প্রতারণার ফাঁদে পড়ার গল্প উঠে এসেছে সিনেমায়। এতে দেখা যাবে, কিছু টাকার বিনিময়ে নদীপথে পাড়ি দেয় বেশ কয়েকজন মানুষ। তাদের পরিণতি, কষ্ট ও মৃত্যুর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানবপাচারের মতো সমসাময়িক বিষয়। সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল এবং ২০২৩ সালে সেন্সর ছাড়পত্র পায়।