রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের বাঁচানো সেই সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করবে সরকার।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে তার নামে একটি পুরস্কার চালু করা হবে।
প্রেস সচিব বলেন, মাহরিন চৌধুরী তার স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে বীরত্ব ও সাহস দেখিয়েছেন। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার নামে শিক্ষা মন্ত্রণালয় একটা জাতীয় পুরস্কার ঘোষণা করবে খুব শিগগির। এই পুরস্কারের নাম হবে ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’। এটা শুধু শিক্ষকদের দেওয়া হবে।
আমার বার্তা/এমই