ই-পেপার বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

জেনে নিন আপনার রেগে যাওয়ার কারণগুলো

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৬:৫৫

আমরা সবাই কখনো না কখনো রেগে যাই। কারও ওপর, নিজের ওপর, পরিস্থিতির ওপর, কিংবা কখনো এমনকি অজানা এক শূন্যতার ওপরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন রেগে যায়? রাগ কি কেবলই একটি আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে থাকে বহুস্তর বিশ্লেষণ, অতীত অভিজ্ঞতা, অসহায়ত্ব, অপূর্ণতা এবং একধরনের মানসিক প্রতিক্রিয়া?

যদি একে বুঝে না ওঠা যায়, চাপা দেওয়া হয় কিংবা ভুল পথে প্রকাশ করা হয়, তখন রাগ নিজেকে ও অন্যকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দরকার রাগের উৎস বোঝা, তা নিয়ন্ত্রণ করা এবং উপযুক্ত উপায়ে সেটি প্রকাশ করা। তবেই সম্ভব সম্পর্ক বাঁচানো, নিজেকে জানা এবং একটি সংবেদনশীল সমাজ গড়ে তোলা।

রাগ একধরনের সংকেত, যা বুঝিয়ে দেয় কোথাও কিছু একটা ঠিক নেই। হয় আপনি নিজে অসন্তুষ্ট, অথবা আপনার চারপাশের কেউ আপনাকে আঘাত করেছে। রাগ হচ্ছে একধরনের অভ্যন্তরীণ সংকেত, যা বলে, ‘দয়া করে আমাকে বুঝুন, আমি ব্যথিত।’ তবে রাগ দুর্বলতার চিহ্ন নয়; বরং এটি আমাদের মানসিক সংকটের সবচেয়ে জোরালো বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ আমরা কীভাবে ব্যবহার করি? একে আমরা যেভাবে ব্যবহার করি, সেটাই আমাদের মানুষ হিসেবে বুদ্ধিমত্তা ও সংবেদনশীলতার আসল পরিমাপ।

মানুষ কেন রেগে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে মনের অন্দরমহলে। যেখানে মিথ্যা, প্রতারণা, প্রত্যাখ্যান, অনিশ্চয়তা আর অসম্পূর্ণতা একে অপরের সঙ্গে গেঁথে তৈরি করে মানসিক চাপের কাঁচা মাটি। রাগ সেখানে যেন একপ্রকার আত্মরক্ষার ঢাল, যা দিয়ে মানুষ তার অস্বস্তি ঢাকতে চায়।

আত্মরক্ষা থেকে জন্ম নেয় রাগ

অনেক সময় মানুষ বিপন্ন বোধ করে বলে রেগে যায়। এটি শারীরিক বিপদ নয়, বরং মানসিকভাবে অপমানিত, হুমকিপূর্ণ বা ভয় পাওয়া অবস্থার প্রতিক্রিয়া। কেউ যদি মিথ্যা বলে বা সত্য গোপন করে, তখন সেই মিথ্যার ফাঁদে পড়ে মানুষ নিজেকে প্রতারিত মনে করে। এমন অবস্থায় রাগ জন্ম নেয় একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে।

অবমূল্যায়ন আর অপূর্ণতা

যখন কেউ নিজের চাওয়া-পাওয়া, স্বপ্ন বা অর্জনকে তুচ্ছ করে দেখায়, তখন আমাদের ভেতরের আত্মপরিচয়টা যেন হোঁচট খায়। একধরনের অপূর্ণতা থেকে জন্ম নেয় ক্ষোভ। ‘আমাকে গুরুত্ব দেয়নি’, ‘আমার কথা শুনল না’, ‘আমি যথেষ্ট নই’—এসব ধারণা থেকে রাগ ধীরে ধীরে মাথাচাড়া দেয়। রাগ তখন আর বাহ্যিক নয়, হয়ে ওঠে একান্তই নিজের মধ্যে বন্দী এক যুদ্ধ।

প্রতারণা এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা

মানুষ তখনো রেগে যায়, যখন তারা উপলব্ধি করে যে কেউ তাদের নিয়ন্ত্রণ করছে, বা তাদের সঙ্গে প্রতারণা করছে। মিথ্যা বলা, তথ্য লুকানো, বা অন্যকে দোষ চাপানো—এসব ব্যবহারে মানুষ নিজেকে খেলনার মতো ব্যবহৃত মনে করে। এই অনুভূতি অত্যন্ত তীব্র ও অপমানজনক। ফলে রাগ এসে পড়ে গা ঝাড়া দিয়ে।

ব্যর্থতা, লজ্জা ও দায় এড়ানোর প্রবণতা

রাগ অনেক সময় জন্ম নেয় নিজের ওপর। আমরা যখন জানি কিছু করিনি, অথচ করা উচিত ছিল, তখন নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আমরা রেগে উঠি। কখনো দোষ স্বীকার না করে, রাগ দিয়ে ঢাকার চেষ্টা করি সেই ব্যর্থতাকে। মিথ্যার আশ্রয়, দায়িত্ব এড়ানো, বা কাজ ফেলে রাখা—এসব আত্মপ্রতারণা আমাদের মধ্যে জমতে থাকা রাগের এক-একটি স্তর।

প্রত্যাখ্যান ও অবহেলার প্রতিক্রিয়া

ভালোবাসা না পেয়ে বা অবহেলার অনুভূতি থেকে মানুষ রেগে যায়। এমনকি খুব সাধারণ ভুল-বোঝাবুঝিও গভীর ক্ষোভে রূপ নিতে পারে, যদি কারও অনুভূতি গুরুত্ব না পায়। তখন রাগ হয়ে ওঠে একটি আর্তনাদ—‘আমাকে বোঝো’, ‘আমাকে দেখো’।

আকাঙ্ক্ষা ও ঈর্ষা

কারও সাফল্য, অন্যের জনপ্রিয়তা বা ভালোবাসা—এসব যখন কারও মধ্যে গভীর কামনা বা ঈর্ষা তৈরি করে, তখনো মানুষ রেগে যায়। এই রাগ বাইরের নয়, ভেতরের। যেমন কেউ যদি মিথ্যা বলে নিজেকে ওপরে তুলতে চায়, বা অন্যের থেকে ভালো দেখাতে চায়, তাহলে রাগ জন্ম নেয় গভীর হীনম্মন্যতা থেকে। এই রাগে থাকে ঈর্ষা, অপূর্ণতা ও অপরাধবোধ।

অভ্যাসগত প্রতিক্রিয়া

সবশেষে, রাগ অনেক সময় আসে অভ্যাসবশত। অনেক মানুষ এমন পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে রাগ ছিল সমস্যার একমাত্র প্রতিক্রিয়া। মিথ্যা, ধোঁকা, অবহেলা—সবকিছুতে রাগই তাদের ‘স্বাভাবিক’ প্রতিক্রিয়া হয়ে যায়। এমন পরিস্থিতিতে তারা উপলব্ধি করতে পারে না যে কোথা থেকে রাগটা আসছে, কেন আসছে।

সূত্র: এভরিডে হেলথ, হেলথ ডটকম, সাইকো সেন্ট্রাল

আমার বার্তা/এল/এমই

বদলে ফেলুন দৈনন্দিন আচরণের এই অভ্যাসগুলো

মানুষের দৈনন্দিন আচরণে এমন কিছু অভ্যাস থাকে যা নিজের অজান্তেই তাকে বিরক্তিকর করে তোলে অন্যের

ঘুমের সময় মোবাইল ফোন কতটা দূরে রাখবেন

বর্তমান সময়ে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটছে মোবাইল ফোন নিয়ে। সকালে ঘুম ভাঙার পর থেকে

যেসব ব্যায়ামে ক্যানসারের ঝুঁকি কমবে

ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যায়াম। নিয়মিত শরীরচর্চা করলে দেহের কোষগুলোকে সুস্থ রাখতে এবং

আজ বিশ্ব বন্ধু দিবস

আজ বিশ্ব বন্ধু দিবস। আগস্ট মাসের প্রথম রোববার দুনিয়াজুড়ে পালিত হয় দিবসটি। বাংলাদেশেও পালিত হচ্ছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাচসাস সিনিয়র সদস্য সৈয়দ মাহমুদ শফিকের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা

বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা

বিচার দেখানোর জন্য হলে নতুন অবিচার হয়ে যায়: সারা হোসেন

মাইলস্টোনের শিক্ষক মাহরিনের নামে জাতীয় পুরস্কার দেওয়া হবে

মাত্র ১২ টাকায় ডায়ালাইসিসের লক্ষ্যমাত্রা সরকারের: স্বাস্থ্য উপদেষ্টা

ডিআইইউ ফার্মা ক্লাব: নেতৃত্ব, দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক অনন্য যাত্রা

জাতীয় স্বার্থে সব দলকে এক করতে চায় বিএনপি: সালাহউদ্দিন

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮ জন

সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

আইফোনের ক্যামেরা সেন্সর তৈরি হবে যুক্তরাষ্ট্র

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’ শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জেনে নিন আপনার রেগে যাওয়ার কারণগুলো

দুর্নীতির মামলায় গ্রেপ্তার নাজমুল আহসান কলিমউল্লাহ কারাগারে

বগুড়ার শিবগঞ্জে গোপনে বিয়ে’ স্বীকৃতির দাবিতে অনশন,অবশেষে ঝুলন্ত লাশ

মান্দায় দূষণময় ড্রেনে ক্ষোভ, সংযোগ বন্ধ করলেন ব্যবসায়ী-মুসল্লিরা

উন্নয়ন কাজের অর্থ আত্মসাৎ : কলিমুল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

গত এক বছরে বাংলাদেশ-কেন্দ্রিক কৌশলে এগিয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

এক বছর ধরে ঢামেক মর্গে থাকা ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর

রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল: সালাহউদ্দিন আহমেদ