বিনা কর্তনে সেন্সর পেয়েছে বাংলাদেশে নির্মিত ইংরেজী ছবি অভিনীত ‘ডট’ সিনেমাটি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বিষয়টি নিশ্চিত করেছেন। এই চলচ্চিত্রে নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। তবে, গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয় প্রেমীকে পর্দায় দেখা যাবে। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছন মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা মাসুদ চৗেধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৗেধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকন বলেছেন, নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি এতে তুলে ধরা হয়েছে। ২ ঘন্টা ৮ মিনিটের সিনেমা এটি। চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শীঘ্রই দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। অভিনয় একটি দক্ষতা নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখ গুলো সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে। শীঘ্রই চলচ্চিত্রটি দেশ বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন। তরী মিডিয়া লিমিটেড এর ব্যানারে ডট ছবির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন বড়ুয়া প্রনোজিত ইমন।