ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি জানালেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। অন্তত চার-পাঁচ বছর বিয়ের কথা ভাবছেন না তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, “বিয়ে করতেই হবে—এমন কোনো ইচ্ছে আমার নেই। এখন বিয়ে করার একদমই ইচ্ছে নেই।”
তিনি মনে করেন, সংসার ও অভিনয় একসঙ্গে চালানো কঠিন। তার ভাষায়, “আমি যদি বিয়ে করি, তাহলে হয়তো অভিনয় ছেড়ে দিতে হবে। আমার ধারণা, দুটো একসঙ্গে পরিচালনা করা সম্ভব না।”
তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্য বিকৃত করে বিভিন্ন সংবাদ প্রকাশ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তানিয়া বলেন, “বিয়ের পর অভিনয় ছাড়ছি বা দ্বিতীয় বিয়ের কথা ভাবছি—এমন কথা আমি বলিনি। এসব খবর অপ্রত্যাশিত।”
বিয়ে সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “বিয়েটা মেয়েদের জন্য আবশ্যক—এমন আমি বিশ্বাস করি না। আমার পরিবার, মা-বোন আছেন, তাদের নিয়েই আমি সুখী। ভবিষ্যতেও তাই থাকব।”
তানিয়া তার প্রিয় অভিনেত্রী জয়া আহসানের উদাহরণ দিয়ে বলেন, “আমি তার (জয়া আহসান) বড় ভক্ত। তিনি বিয়ে ছাড়াই এত সুন্দর ক্যারিয়ার গড়েছেন। আমার মনে হয়, তার জীবনে আর কিছু দরকার নেই।”
তবে চূড়ান্তভাবে কিছু না বললেও, তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যৎ নির্ভর করে ভাগ্যের ওপর—“আমি এটাও বলছি না যে কখনোই বিয়ে করব না। ভাগ্যে যা থাকবে, সেটাই হবে।”
আমার বার্তা/এমই