ই-পেপার রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেছে ওপেনার আনিসুল ইমন

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৫, ১৩:৫১

মোহামেডান-আবাহনী ম্যাচের দুই চির প্রতিদ্বন্দ্বীর জৌলুস, আকর্ষণ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বীতার লড়াই বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রিই হয়ে থাকতো। আজ সে সবের কিছুই নেই। তারপরও সাদা কালো আর আকাশী হলুদ দ্বৈরথে ওসব কিছুই নেই। নাজমুল হোসেন শান্তর অবাহনী আর তাওহিদ হৃদয়ের মোহামেডান ম্যাচ দেখতে শেরে বাংলায় আজ শনিবার ১০০ দর্শকও হাজির নেই। গ্যালারি খাঁ খাঁ করছে।

কিন্তু এই খালি মাঠে আকর্ষণ কমে যাওয়া মোহামেডান-আবাহনী দ্বৈরথকে স্মরণীয় করে রাখলেন এক তরুণ ওপেনার; আনিসুল ইসলাম ইমন। আবাহনীর বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন নারায়নগঞ্জের এই ২৫ পার করা যুবা।

১১৮ বলে আনিসুলের করা ১১৪ রানের ওপর ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মোহামেডান। টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারেই অলআউট হয়ে যায় তারা।

পুরো লিগে প্রায় বসেই ছিলেন। না থেকে উপায় কি! মোহামেডান ওপেনিং স্লটটাতো সাজানো ছিল দেশসেরা ওপেনার তামিম ইকবাল আর রনি তালুকদারে গড়া। ৭ নম্বর ম্যাচে তামিম হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মোহামেডান। সেই খেলায় তামিমের জায়গায় ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।

এরপরের ২ খেলায়ও সুযোগ পাননি আনিসুল ইসলাম ইমন। ঠিক আগের ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে রনি তালুকদারের সাথে ওপেন করতে নেমে রান আউট হয়ে গিয়েছিলেন ২ রানে। আজ শনিবার যেন ধনুর্ভঙ্গ পণ করেই নেমেছিলেন ইমন, ‘আমাকে কিছু একটা করে দেখাতেই হবে, সেই সংকল্পই যেন ছিল। যার প্রমাণ অনবদ্য এই সেঞ্চুরি।’

মিরপুরে হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে ইমনের সেঞ্চুরির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি প্রশ্ন সবার মনে উঁকি দিচ্ছে। কে এই ইমন? কি তার পরিচয়? বয়স ভিত্তিক পর্যায়ে কোথায় খেলেছেন? জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) দলে খেলেছেন কখনো? তার ক্রিকেট ক্যারিয়ারই বা কতদিনের? এর আগে ঢাকার ক্লাব ক্রিকেটে শতরানের কৃতিত্ব আছে কি তার?

এসব কৌতুহলি প্রশ্ন অনেকের মনেই। সেই কৌতুহল মেটাতে বলা, এমনিতে তেমন নাম-ডাক না থাকলেও আনিসুল ইমন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন গত ৬-৭ বছর ধরে; ২০১৮- ২০১৯ সাল থেকে।

তবে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলা হয়নি তার। আর ঢাকা লিগে তার একাটি সেঞ্চুরিও আছে। সেটা ২০২৩ সালে ব্রাদার্স ইউনিয়নের পক্ষে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ২ বছর আগে ২৮ মার্চ বিকেএসপি ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪ নম্বরে নেমে ১১৪ বলে ৫ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ইমন।

আর আজ ১২ এপ্রিল শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে ১১৮ বলে ১৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১৪ রানের দারুন ইনিংস খেলেছেন নারায়নগঞ্জের এ যুবা। পেসার নাহিদ রানার বাউন্সারে পুল খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরার আগে আবাহনীর সব বোলারকে স্বচ্ছন্দে খেলেছেন।

ঢাকাই ক্রিকেটের খুটিনাটি খোঁজ খবর যারা রাখেন, তারা জানেন আনিসুল ইসলাম ইমন মানেই ২৫ থেকে ৩০-৩৫ রানের মাঝারি অথচ ঝোড়ো ইনিংস খেলে আউট হওয়া এক তরুণ ওপেনার। ওই ৩০ রানের আশপাশের ইনিংসে থাকে ৫-৬ টা চারের মার ও এক থেকে দুটি ছক্কা।

কিন্তু আজ দেখা মিলেছে এক অন্য ইমনের। প্রায় একই গতি ও ছন্দে খেলেছেন। প্রথম ফিফটি করতে খেলেছেন ৪৫ বল। ৯ বাউন্ডারি ও ১ ছক্কার মার মারেন তিনি। পরের পঞ্চাশ করতে খেলেছেন আরও বেশি ৫৯ বল। মৃত্যুঞ্জয়ের বলে একস্ট্রা কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৯৫ থেকে ৯৯-তে পৌছানোর পর তার একবল পরে পয়েন্ট ও গালির মাঝখান দিয়ে কাট করে শতক পূর্ণ করেন ইমন।

একদিকে রানের চাকা সচল রেখে ইমন শতরান পূর্ণ করলেও অন্যপ্রান্তে মোহামেডানের ব্যাটিং ভাল হয়নি। একমাত্র মাহিদুল ইসলাম অংকন (৫৫ বলে ৪৮) ছাড়া আর কেউ রান পাননি। রনি তালুকদার (১৬), তাওহিদ হৃদয় (৩), মুশফিকুর রহিম (২০), মাহমুদউল্লাহ রিয়াদ ( ১৭) আর সাইফউদ্দীন (১) ব্যর্থতার মিছিল করেছেন।

আমার বার্তা/এল/এমই

জিম্বাবুয়েকে হারাতে তোড়জোড় শুরু বাংলাদেশ দলের

আন্তর্জাতিক ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি

প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনে অনুদান দিচ্ছে পিএসএল

পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস এবার মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিল। চলমান আসরে

জোড়া গোল করে পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন রোনালদো

পিছিয়ে থাকা দলকে ফিরিয়ে এনে জয় উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে টানা দ্বিতীয়

কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারকে রেখেই ভুটান নারী ফুটবল লিগ খেলতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রে ফিরতে হবে: গিয়াস কাদের

নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না: সালাহ উদ্দিন

ঢাবির ‘গ’ ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষার অনুমতি দিলেন হাইকোর্ট

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী পুলিশ হেফাজতে

ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেন কুয়েটের শিক্ষার্থীরা

রমনা বটমূলে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি সম্পন্ন

এবারের সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ

ঋণ জালিয়াতিতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত: ঢাবি প্রক্টর

পহেলা বৈশাখে পান্তা-ইলিশের সঙ্গে যেসব পদ রাখতে পারেন

নতুন দল ভাসানী জনশক্তি পার্টির আত্মপ্রকাশ

বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন

দেশের সব মসজিদে একই সময় জুমা আদায়ের আহ্বান ইফার

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স নেই: স্বাস্থ্য উপদেষ্টা

শিক্ষা ক্ষেত্রে চরম বৈষম্যের স্বীকার এনটিআরসিএর ১-১২ তম ব্যাচ

পহেলা বৈশাখে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর হবে: ফখরুল

আইনি চ্যালেঞ্জের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিক মেটা

দেশের বর্তমান রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

জিম্বাবুয়েকে হারাতে তোড়জোড় শুরু বাংলাদেশ দলের