টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। ফলে আসরে ৫ ম্যাচের মধ্যে তৃতীয় বার হার দেখল তারা। তাতে সেমির দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও কার্যত বাংলাদেশের স্বপ্ন শেষ বলা যায়! কারণ পরের ম্যাচে জিতলেও সমীকরণ মেলাতে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকে।
বৃহস্পতিবার ডারউইনে টস জিতে শুরু থেকেই ধীর ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে মেলবোর্ন ৬২ রানে চতুর্থ উইকেট হারায়। ১২ ওভার শেষে তাদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮১ রানে ৫ উইকেট।
শেষ ৮ ওভারে ৭৬ রান দরকার ছিল তাদের। বাংলাদেশ ‘এ’ দল ওই রান আটকাতে পারেনি। যার কৃতিত্ব দলটির পাঁচে নামা ব্যাটার জনাথন মার্লোর। তিনি ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ এগিয়ে নেন। জয় হতে ১১ রান দূরে থাকতে আউট হন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে। এছাড়া ওপেনার স্যাম হার্পার ২৯ রান করেন।
বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৭ রান পায়। পরে নাঈম শেখ, সোহানরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি। ওপেনার জিসান ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। নাঈম শেখ দলের ৫০ রানে ব্যক্তিগত ২১ বলে ১৯ রান করে আউট হন। একটি চারের শট মারতে পারেন তিনি।
সেখান থেকে সাইফ হাসান ও সোহান ৬৩ রানের জুটি গড়েন। তবে ওই জুটিতে দাপট ছিল না। সোহান ২৭ বলে ৩৩ রান করেন। চারটি চার মারেন তিনি। তিনে নামা সাইফ ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। স্লগে রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব পালন করে ইয়াসির আলী রাব্বি ১৭ বলে ২৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে।
শেষ ৪ ওভারে ৩৭ রান দরকার ছিল মেলবোর্নের। ১৭তম ওভারে ২২ রান দিয়ে তোফায়েল আহমেদ মূলত ম্যাচটা হারিয়ে দিয়েছেন। পেসার হাসান মাহমুদ ও স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে যথাক্রমে ২১ ও ২৩ করে রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন।
আমার বার্তা/এমই