কুমিল্লার ২ আসন বহাল দাবিতে গজারিয়ার মহাসড়ক অবরোধ করেছে মেঘনা এলাকাবাসী।
মুকবুল হোসেন, কুমিল্লা জেলার সংসদীয় আসন ২ , হোমনা -মেঘনা , বহাল রাখার দাবিতে মেঘনা উপজেলার এলাকাবাসী গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২১আগস্ট) সকাল পোনে ১১টায় হোমনা মেঘনা নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় । মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন আব্দুল মতিন, জহিরুল ইসলাম জহির, মহিউদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, নজরুল ইসলামসহ অনেক নেতৃবৃন্দ। আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি কুমিল্লা -২ হোমনা ও মেঘনা পূর্বে যেভাবে সংসদীয় আসনটি বহাল ছিল। বর্তমানে সেভাবেই বহাল রাখার দাবি করেছেন বিক্ষোভ কারী জনতা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আধা ঘন্টা বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল।
গজারিয়া অংশের মহাসড়কে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান হোমনা- মেঘনা ,২ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে গজারিয়ার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে মেঘনা এলাকাবাসী । গজারিয়া থানা প্রশাসন উপস্থিত হয়ে মহাসড়ক স্বল্প সময়ের মাধ্যমে অবরোধ মুক্ত করেছি । স্বল্প সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আমার বার্তা/এল/এমই