বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে নানাবিধ কর্মসূচি পালনের মাধ্যমে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫' উদযাপিত হয়েছে। এবারে প্রতিপাদ্য "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"।
বৃহষ্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে এসে শেষ হয়।
ওই র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ উক্ত অনুষদের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের কারণ আমরা জাতীয় প্রোগ্রামের সমান্তরালে বিশ্ববিদ্যালয় পর্যায়েও অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের দৈনন্দিন খাদ্যাভাসে মাছ অপরিহার্য হয়ে আছে। আমাদের দেশের বিভিন্ন নদ-নদী, খাল-বিলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা মাছের প্রাপ্যতা কমে যাওয়া সত্ত্বেও মৎস্যখাত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকবৃন্দের ঐকান্তিক প্রয়াসে এদেশে মৎস্য উৎপাদনে নীরব বিপ্লব সংঘটিত হয়েছে, যা রূপালী বিপ্লব নামেও পরিচিত। এই বিপ্লবের কারণেই সাধারণ মানুষজন তাদের খাদ্য তালিকায় মাছের যোগান নিশ্চিতের মাধ্যমে আমিষের ঘাটতি মেটাতে পারছে।"
এরপর উপাচার্য ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।
এদিকে সকাল ১১ টায় মাৎস্য বিজ্ঞান অনুষদের প্রফেসর আমীনুল হক ভবনের সভাকক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যের আলোকে অনুষদের দৃষ্টিভঙ্গি ও সুপারিশমালা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।
আমার বার্তা/জয় মন্ডল/এমই