ই-পেপার রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

এফবিসিসিআই সহায়ক কমিটি বাতিলের দাবি

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৫, ১৪:০৯

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহায়ক কমিটি বাতিলের দাবিতে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে প্রশাসকেরও পদত্যাগ দাবি করা হয়েছে। এ সময়ের মধ্যে সহায়ক কমিটি বাতিল ও প্রশাসক পদত্যাগ না করলে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি দেওয়ার কথাও জানায় পরিষদ।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ।

এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আনোয়ার হোসেন, পরিষদের সদস্যসচিব এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এবং এফবিসিসিআিইয়ের সাবেক সাবেক পরিচালক ও সহ-সভাপতি নিজামউদ্দীন রাজেশ, যুগ্ম আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবু মোতালেব, যুগ্ম আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রহুল আমিন, যুগ্ম-আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শফিকুল ইসলাম ভরসা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাফেজ হারুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাকে ১২০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সরকারের পক্ষ থেকে বলা হয়। হাফিজুর রহমান প্রশাসক নিযুক্ত হয়ে তার পছন্দমতো ব্যক্তিদের নিয়ে চার সদস্য বিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করেন। যে কমিটিতে একই অ্যাসোশিয়েসন থেকে দুইজন অন্তর্ভুক্ত হয়েছেন, যা বিধি সম্মত হয়নি। এই কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ না করে এখন নিজেদের আখের গোছাচ্ছে। একই সঙ্গে সংস্কারের নামে নির্বাচন কালক্ষেপণ করছে।

এসময় অভিযোগ করে বলা হয়, আগামী জুন মাসে নতুন অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এফবিসিসিআইয়ের প্রশাসকের উচিত ছিল এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, সহ-সভাপতি, পরিচালক ও স্বনামধন্য ব্যবসায়ীদের নিয়ে বাজেট কমিটি গঠন করা। অথচ তিনি তা করেননি। আমরা বলবো তিনি ব্যর্থ হয়েছেন।

ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হিসেবে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে- এদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্য নন। আরও দুঃখজনক বিষয় যে, এদের অনেকেরই কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য নেই। কিন্তু দেখা যাচ্ছে এফবিসিসিআইয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধিকে জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। অথচ সহায়ক কমিটির কাছের কিছু সদস্য ও কিছু পরিচিত মুখ বারবার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

বিষয়টি প্রশাসকের নজরে আনা এবং তাকে বারবার বলার পরও এসব লোকদের এফবিসিসিআইতে পদচারণা বন্ধ হয়নি। তাই আমাদের দাবি, আগামী ১০ দিনের মধ্যে সহায়ক কমিটি বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশাসককেও পদত্যাগ করতে হবে। যদি সেটি না করা হয়- তবে এফবিসিসিআই রক্ষায় বৃহত্তর আকারে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য থাকবে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ।

আমার বার্তা/এল/এমই

দেশের বর্তমান রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে

আয়কর কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা

বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ল নতুন শিল্পের গ্যাসের দাম। শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের সামনে দুই চ্যালেঞ্জ

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের সামনে সরকারকে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আসিয়ান,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বর্তমান রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

জিম্বাবুয়েকে হারাতে তোড়জোড় শুরু বাংলাদেশ দলের

রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ

ভারতকে দেওয়া ‘ট্রানজিট করিডোর’ বাতিলের আহ্বান রাশেদের

ঋণের টাকা আত্মসাতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ঢাবির ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ হবে সকাল ৯টায়

দুর্নীতির মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি পুনর্বহাল

ইবিতে এক কার্ডেই মিলবে সকল সেবা

রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইন নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ঐকমত্য কমিশনকে সংস্কার প্রস্তাবনা দিয়েছে আরো দুই দল

আয়কর কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা

শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ, ৯০ দিনে বিচার

শিক্ষক নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খুঁজতে ঢাবিতে তদন্ত কমিটি গঠন

আত্মসমর্পণ না করলে পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন টিউলিপ

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

আমেরিকা থেকে পাবনায় এসেছেন রাশিয়ান তরুণী

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ