ই-পেপার বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ৬ মাস ধরে বেতন পান না

আমার বার্তা অনলাইন:
২৬ মে ২০২৫, ১৪:৪৩
আপডেট  : ২৬ মে ২০২৫, ১৪:৫৪

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) যুক্ত করার নামে গত বছরের ডিসেম্বর থেকে বেতন-ভাতা পাচ্ছেন না ৬৩টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা। ফলে ৬ মাস ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে থাকা ৬৩টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে স্থানান্তরের নামে ইএফটিতে যুক্ত না করায় শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, ইএফটিতে যুক্ত না করায় ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ৬ মাসের বেতন তারা এখনো পাননি। এমনকি ঈদ বোনাস, বৈশাখী ভাতাও পাননি। তবে মে মাসের বেতন ও ঈদুল আজহার বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান ও উপ-পরিচালক মো. খোরশেদ আলম (এমপিও)। এ ছাড়াও নতুন অর্থবছর থেকে বেতন-ভাতা স্বাভাবিকভাবেই শিক্ষকরা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে, দেশে ১৯৯৫ সালে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির কাজ শুরু হয়। প্রথমে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে। পরে ২০০৯ বা ২০১০ সালের দিকে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা মাউশি দেবে না, এসব প্রতিষ্ঠানের বেতন-ভাতা কারিগরি শিক্ষা অধিদপ্তর দেবে। সে সময় মন্ত্রণালয়ের এক চিঠিতে মাউশি এসব প্রতিষ্ঠান কারিগরিতে স্থানান্তর করে। তখন ভুলক্রমে প্রায় ১৫০টি প্রতিষ্ঠান মাউশিতে থেকে যায়। পরে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে অনেক প্রতিষ্ঠানকেই কারিগরিতে আবার স্থানান্তর করা হয়। সর্বশেষ ৬৩টি প্রতিষ্ঠান মাউশিতেই থাকে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা দিয়ে আসছে মাউশি।

এদিকে ২০২৪ সালের নভেম্বরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) চালু হয়। নতুন এ পদ্ধতিতে বেসরকারি এমপিওভুক্ত কারিগরি ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষকরা যুক্ত হতে পারেননি। তখন ইএফটিতে যুক্ত করতে মাউশিতে যোগাযোগ করেন এসব শিক্ষক। এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বর থেকেই সবার বেতন বন্ধ হয়ে যায়। পরে ওই মাসেই মাউশি এই ৬৩ প্রতিষ্ঠানের তালিকা করে ও মতামত চেয়ে একটি চিঠি পাঠায় কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। এসব চিঠি চালাচালির মধ্যে অর্থ মন্ত্রণালয়ও শিক্ষকদের বেতন-ভাত দেওয়ার নির্দেশ দেয়।

সর্বশেষ চলতি মাসের মাঝামাঝি সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও উপ-পরিচালক শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদুল আজহার একটি বোনাস দেওয়ার আশ্বাস দেন। আর বকেয়াগুলো নতুন অর্থবছরে বাজেট আসলে দেওয়া হবে বলে তাদের জানানো হয়।

কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৬ মাস ধরে বেতন পাইনি। আর ২টি বোনাস বা ভাতা পাইনি। তবে কারিগরি অধিদপ্তরের পরিচালক ও উপপরিচালক বলেছেন, মে মাসের বেতন ও একটি ইদুল আজহার একটি ভাতা দেবে আমাদের। আর বকেয়াগুলো নতুন অর্থবছরে দেওয়া হবে বলে জানিয়েছে। আমরা এখন পর্যন্ত আশ্বাসের মধ্যেই আছি।

বিষয়টি নিয়ে জানতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খান, পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান ও উপ-পরিচালক মো. খোরশেদ আলমকে (এমপিও) একাধিকবার কল করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এল/এমই

শিক্ষকদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গণশিক্ষা উপদেষ্টা

তিন দফা দাবিতে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (২৯

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটির সময় ও পরিমাণে রয়েছে ভিন্নতা

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে

বইয়ের ভুল চাহিদায় লাগাম টানছে এনসিটিবি, সাশ্রয় ২০০ কোটি টাকা

২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের কাজ জোরেশোরে শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

ছয় মাস বেতন পান না ৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) যুক্ত করার নামে গত বছরের ডিসেম্বর থেকে বেতন-ভাতা পাচ্ছেন না ৬৩টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির শুকরানা দোয়া মাহফিল

কক্সবাজার সদর থানার ভেতরে সংবাদকর্মীর উপর হামলা; মামলা নিচ্ছেনা ওসি

ময়মনসিংহে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

রোহিঙ্গা সংকট নিরসনে সাসাকাওয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ইশরাকের শপথে বাধা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ: তারেক রহমান

বাংলাদেশে পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

ব্যবসা রাজনীতিতে আর রাজনীতি ব্যবসায় পরিণত হলে দেশ-জাতি এগোবে না

রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ দুজনের আত্মহত্যা

কথিত অল্প ও বেশি সংস্কারের আবর্তে ঘুরপাকে জাতীয় নির্বাচন

শেরেবাংলা নগরে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া-কর্মশালা

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না: বিমানবাহিনী প্রধান

যেকোনও পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

স্বরুপকাঠীতে উপবৃত্তির অর্থ লোপাট বিদ্যালয় কেরানীর

অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি: মির্জা আব্বাস

রাজবাড়ীতে হেরোইন ও মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী মাইক্রোবাসসহ গ্রেপ্তার

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

শিক্ষকদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গণশিক্ষা উপদেষ্টা

গজারিয়ায় মহেন্দ্র গাড়ির ধাক্কায় যুবক সিহাব নিহত

তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কর্ম পরিকল্পনা করছে বিএনপি