ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫) এবং একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)। আহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, ‘যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় আরও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।’
আমার বার্তা/এমই