মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এক সৌদি প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত একটি সঙ্ঘবদ্ধ দল এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টার দিকে আব্দুস সামাদ মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা হয়। আব্দুস সামাদের মেয়ে ছাফিয়া জানান, তার ভাই আব্দুল মেম্বার জাগরণ আলীর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, তার তিন ভাই—আব্দুল, নাঈম ও জসিম দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। বুধবার সকালে তারা ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগ দেন। সমাবেশ থেকে ফিরে আসার পরপরই জাগরণ আলী মেম্বারের নেতৃত্বে একটি দল তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—জাগরণ আলী, জিতু, হযরত, সবুজ, রজ্জব আলী, এ সডুমিয়া, হাসান আলী ও ওমর আলী। হামলায় ঘরের আসবাবপত্র, আলমারিতে থাকা সৌদি রিয়াল এবং স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনার বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবহিত করা হয়েছে এবং থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অন্যদিকে, অভিযুক্তদের একজন জিতু মিয়া দাবি করেছেন, “ঘরের ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ সাজানো। আমরা শুনেছি গতকাল রাতে ঠেলা ধাক্কার একটি ঘটনা ঘটেছে মাত্র।”
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, “গতকাল রাতে একটি শ্রমিককে মারধরের অভিযোগে থানায় একটি অভিযোগ হয়েছে। বাড়ি ঘরে হামলার বিষয়টি সেই ঘটনার জের ধরেই হয়েছে বলে মনে হচ্ছে। তবে ঘরের ভাঙচুর নিয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।”
আমার বার্তা/এমই