ঢাকার শেরেবাংলা নগরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নিনির্বাপণী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৮ মে) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ মহড়া-কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে প্রাণহানিসহ মারাত্বকভাবে হতাহত ও ব্যাপকহারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এ সকল অনাকাঙ্খিক্ষত অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক অগ্নিনির্বাপণী প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন হারুন-অর-রশীদ জানান, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নিনির্বাপণী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালায় ৮০ জন প্রশিক্ষণ গ্রহণ করে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের অগ্নি নির্বাপণ কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য অগ্নি নির্বাপক সামগ্রী যেমন CO2 গ্যাস, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইসার এবং এবিসি ড্রাই পাউডারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও গ্যাস সিলিন্ডার ও স্বল্প কোনো জায়গায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে আগুন নির্বাপণ করতে হয় সে সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা, অগ্নিদুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরণের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আমার বার্তা/এমই