মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। পাশাপাশি রুপার দাম এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৪০ ডলারের ওপরে উঠে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৪৭০ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে, যা ২৩ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৩ দশমিক ৭০ ডলারে। আর স্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪০ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগের আকর্ষণ আরও বেড়েছে। ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চার মাসেরও বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, 'ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অফ সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশ মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এছাড়া, মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম চার মাসের সর্বোচ্চতে পৌঁছেছে।'
তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।
সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, মাসের শেষে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে বলে ৮৭ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, কম সুদের পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো ফলাফল দেখায়।
এবার বিনিয়োগকারীদের দৃষ্টি মার্কিন অ-খামার বেতন-বহির্ভূত তথ্যের দিকে, যা আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত হবে এবং ফেডের সম্ভাব্য সুদের হারের ওপর প্রভাব ফেলতে পারে।
এদিকে, বাণিজ্যিক খবরে জানা গেছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন,আদালতের রায় সত্ত্বেও ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৬ দশমিক ৯৫ ডলার ও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ১১৮ দশমিক ১২ ডলার হয়েছে।
আমার বার্তা/এল/এমই