কুমিল্লার মুরাদনগর উপজেলার ধনীরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ধনীরামপুর ফুটবল প্রিমিয়ালীগ ২০২৫ এর ফাইনাল খেলা । গতকাল (৩০.০৮.২০২৫ )শনিবার উপজেলার ধনীরামপুর খেলার মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোল্লা মজিবুল হক ,সদস্য সচিব মুরাদনগর উপজেলা বি এন পি এবং সাবেক চেয়ারম্যান ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন।
খেলা উদ্বোধনী ঘোষণায় তিনি প্রধান অতিথির বক্তব্যে " মাদক কে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলুন ' এই স্লোগানকে সামনে রেখে উক্ত খেলার উদ্ভোধন ঘোষণা করেন, তিনি আরো বলেন খেলা হলো বিনোদন অংশ এবং এই খেলাধূলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে ।
তিনি আরো ঘোষণা করেন অল্প কিছুদিনের মধ্যেই এই মাঠে আরেকটি বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে , মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ৫ বারের সংসদ সদস্য এবং সাবেক ধর্মপ্রতিমন্ত্রীআলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউ পি সদস্য জনাব, ছবির আহম্মেদ ( বর্তমান মেম্বার ৫ নং ওয়ার্ড ধনীরামপুর ) খেলায় সরাসরি লড়াই করে সামিয়া স্পোর্টিং ক্লাব বনাম নীহামনি স্পোর্টিং ক্লাব । খেলায় জয় লাভ করে নীহামনী স্পোর্টিং ক্লাব । খেলা শেষে বিজয়ী দলের মাঝে প্রথম পুরস্কার ( ফ্রিজ ) এবং দ্বিতীয় ( রানার্স আপ ) পুরস্কার স্মার্ট টিভি বিতরণ করেন প্রধান অতিথি জনাব, মোল্লা মজিবুল হক।