ঢাকার মগবাজার থেকে দৈনিক আমার বার্তার সাংবাদিক বখতিয়ার উদ্দিন জন এর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার মধ্য রাতে মগবাজারের ইনসাফ বারাক হাসপাতালের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। সাংবদিক জন বলেন, অফিসের কাজ শেষ করে রাত ২.৩০ মিনিটে এসে দেখি মোটর সাইকেল নেই, পড়ে আশেপাশের এলাকা খোঁজ সন্ধান করেও কোন লাভ হয়নি।মোটর সাইকেলটির রেজি নং-ঢাকা মেট্রো-ল-৩৮-১৫৯৮ । সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক তাল ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে হাতিরঝিল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।