ই-পেপার সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় বাড়ল আরও ২ দিন

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) এবং আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।

দুপুরে সিনেটে রাকসু নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা সোমবার এবং মঙ্গলবার আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময় মনোনয়নপত্র জমা চলমান থাকবে। তবে নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে বলে জানান তিনি।

এ দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিক্ষোভ করছে ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতেসহ উপচার্যবিরোধী শ্লোগান দেন।

ছাত্রদল নেতাদের দাবি, রোববার (৩১ আগস্ট) রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্রদলের শান্তিপূর্ণ আন্দোলনে শিবির ও সাবেক সমন্বয়করা হামলা করেন। এ সময় নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটে; যা ন্যাক্কারজনক।

ছাত্র নেতারা, ২০২৪-২৫ শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ দিকে, ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

প্রার্থীদের ভাষ্য, গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রতিবেদন পাননি। সে কারণে তারা শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না।

আরও পড়ুন: রাকসু নির্বাচন: ভোটার তালিকা নিয়ে দিনভর উত্তেজনা রাবিতে

নির্বাচন কমিশন জানিয়েছে, অধিক সংখ্যক প্রার্থীর ডোপ টেস্ট করতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। আজ সোমবার বিকেলের মধ্যে ডোপ টেস্টের ফলাফল পাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হবে বলে জানান তারা।

এর আগে ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৩১৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন লড়ছেন।

এই নির্বাচনে ১০টি প্যানেলে ১৬৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। প্যানেলগুলো হলো: গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪।

রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন।

আমার বার্তা/এল/এমই

বাকৃবি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার

এবার ৬ দফা দাবি পেশ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ছয় দফা

ডাকসু: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আছে কঠোর নির্দেশনা

প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি চাইছেন ভোট। অভিযোগ পাল্টা

নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন, ভোটার নয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা

নির্ধারিত তারিখেই (২৫ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

পনেরো কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি

বাকৃবি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

বাণিজ্যিকভাবে রবির ফাইভজি সেবা চালু

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকা অনুদান জামায়াতে ইসলামীর

দস্তগীর ভাই আমরা সাংবাদিক গুলি কইরেন না, তারপরও পুলিশ গুলি ছোড়ে

ফোন বাঁচাতে চার্জারের মেয়াদ জানার উপায়

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌবাহিনী ও বিমানবাহিনী

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

সংসদ নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব: মার্কিন দূতকে সিইসি

শতভাগ দাবি মানার পরও অবরুদ্ধ বাকৃবি শিক্ষকেরা

টেকনাফে কোস্ট গার্ড–পুলিশের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুষ্কৃতিকারী আটক

মালয়েশিয়ায় পিকআপ ভ্যান উল্টে ২ বাংলাদেশি নিহত

ভাতাভোগীর ৫০ শতাংশই ভূতুড়ে ও রাজনৈতিক সুবিধাভোগী: পরিকল্পনা উপদেষ্টা

মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠের ফজিলত

ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট

যশোরে বিএনপির দুপক্ষের মারামারি, আহত ১০

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ‌‌‘গুজব’: আইন উপদেষ্টা