আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরুল হক নুরুর ওপর হামলা খুবই দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা আল্লাহর কাছে দোয়া চাই।
খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে আপনারা যদি তথ্য দিতে পারেন, কোনো তথ্য দিলে আমরা কাউকে জানাবো না। কারও দেওয়া তথ্যের মাধ্যমে অস্ত্র উদ্ধার হলে আমরা তাকে পুরস্কার দেব।
সাদাপাথর লুট-সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে তিনি আরও বলেন, বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। দুদকের প্রতিবেদনটি তাদের কাছে যাবে। এ বিষয়ে তারা জানালে আমরা জানবো। আমি এখনও এই ব্যাপারটি জানি না, তবে আপনারা (সাংবাদিকরা) সাদা পাথর রক্ষায় আপনারা যে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন এইজন্য আপনাদের ধন্যবাদ। সাদা পাথর লুটে যারাই দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আমার বার্তা/এমই