ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫০০ জন

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১

আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও ১ হাজার মানুষ।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কাবুলের তালেবান-নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও সরকারিভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমটির উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, লাঘমানে ৮০ এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন। কুনার প্রদেশে হতাহত ও ক্ষয়ক্ষতি পরিমাণ সবেচেয়ে বেশি।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে।

তিনি জানান, হতাহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, কারণ অনেক দূরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখনো যোগাযোগ চলছে এবং ত্রাণকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন।

এই কর্মকর্তা আরও বলেন, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভূমিকম্পে ব্যাপক হতাহতের কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আজ রাতের ভূমিকম্পে দুঃখজনকভাবে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’

মুজাহিদ জানান, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন এবং কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মানুষের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তালেবান সরকার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স পোস্টে ওই বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের ফলে ‘আমাদের পূর্বাঞ্চলীয় কিছু প্রদেশে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে’।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নিয়োজিত আছেন। কেন্দ্র এবং নিকটবর্তী প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকার পথে রয়েছে। -- সূত্র: রয়টার্স, বিবিস

আমার বার্তা/এল/এমই

ভুয়া ভোটারের তথ্যপ্রমাণ হাজির করল কংগ্রেস

ভারতের গুজরাট রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এক নতুন এবং ব্যাপক বিতর্ক মাথাচাড়া

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের

ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

বিআইডব্লিউটিএতে অবৈধভাবে দুইশত কোটি টাকার মালিক হয়েও বীর দর্পে শাহজাহান

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, স্থানীয় নেতৃত্বে জোর

প্রশ্ন ফাঁসে নৌ অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: নৌ মন্ত্রণালয়

টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে বিজিএমইএ ও বায়ার্স ফোরামের বৈঠক

গুপ্তরাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাত্রদলের

ত্রিশ বছরে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ২৫ লাখ কর্মসংস্থান

বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থন জানালেন সাবেক সভাপতি লবি

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সঙ্গে মেটলাইফের সমঝোতা স্মারক

এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর

এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে সাবেক ছাত্রলীগ নেতার রিট

শিক্ষাঙ্গনে অস্থিরতা প্রশমন হোক

৩০ হাজার টাকা ক্ষতিপূরণে ছাড়া হলো ২৮ বাস

তিন দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

একাদশে পাঁচ পরিবর্তন এনে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশে ডেঙ্গুজ্বরে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫ জন

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

সংঘর্ষ ও শ্রমিক নিহতের ঘটনায় উত্তরা ইপিজেডের সব কারখানা বন্ধ