স্মার্টফোন বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। আর দরকারি এ ডিভাইসটিকে সচল রাখতে চার্জ দিতে হয়। এক্ষেত্রে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। কারণ হাই কোয়ালিটি অরিজিনাল চার্জার ফোনের পারফরম্যান্স এবং দীর্ঘায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকাল অনেক স্মার্টফোনের সঙ্গেই চার্জার থাকে না। এছাড়াও অনেক সময় ব্যবহারের ফলে খারাপ হয়ে যায় চার্জার। তখন তখন নতুন চার্জার কিনতে হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ চার্জার ব্যবহার করলে ক্ষত হতে পারে আপনার শখের ফোনটির। কিন্তু কীভাবে বুঝবেন আপনার চার্জারের মেয়াদোত্তীর্ণের তারিখ কবে?
এজন্য প্রথমে বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ ওপেন করে হোম পেজে গেলে একাধিক বিকল্প খুঁজে পাওয়া যাবে। ভেরিভাই আর নো. আন্ডার সিআরএস সিলেক্ট করতে হবে। এতে ব্যবহারকারীর সামনে খুলে যাবে দুটি অপশন। সেখানে প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং চার্জারে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
চার্জারের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর অথবা কিউআর কোড ব্যবহার করতে হবে। এই তথ্যের মধ্যে চার্জারের মেয়াদোত্তীর্ণের তারিখ অন্তর্ভুক্ত থাকবে।
আমার বার্তা/এল/এমই