ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন (৬৩) মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, তিনি ২০২০ সালে ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুম মোহাম্মদ বাশিরউদ্দিন ১৯৬২ সালে পুরোনো ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফুড অ্যান্ড বেকারী, কৃষি, আবাসন, আমদানি-রপ্তানি, রেষ্টুরেন্ট প্রভৃতি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ক্যাপিটাল এগ্রো এ্যাকুয়া এন্টারপ্রাইজ লিমিটেড, ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল, ক্যানারি লিমিটেড এবং ডিজিটাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি স্বনামধন্য ক্যাপিটাল কনফেকশনারী-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ মঙ্গলবার (২২ জুলাই ) বাদ আসর বেইলী রোডে নিজস্ব বাসভবনের সামনে অনুষ্ঠিত জানাজা শেষে তাঁকে গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে দাফন করা হয়।
আমার বার্তা/এমই