উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে তিনি এ মন্তব্য করেন।
বিমান বাহিনী প্রধান বলেন, প্রশ্ন উঠেছে পুরোনো বিমানে প্রশিক্ষণ দেয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলো একটি বিমানের লাইফটাইম থাকে ৩০ বছরের মতো। এই সময়ে আমরা যাদের থেকে বিমান ক্রয় করি তাদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। সত্যি কথা হলো বিমানটি পুরোনো নয়, প্রযুক্তি পুরোনো। আমরা বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতে কোনো কম্প্রোমাইজ করি না।
বিমান বিকলের বিষয়ে তিনি আরও বলেন, বিধ্বস্ত বিমানে কোনো ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানিয়েছেন।
ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান সেনাপ্রধান, নৌপ্রধান, বিমানপ্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র ২৭ বছরে তৌকিরের অকালমৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার-স্বজনের কান্নায় ভারি হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড।
ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতোভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে দুপুরেই তার মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হবে দ্বিতীয় জানাজা।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
আমার বার্তা/এমই