আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা কুমিল্লা জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক শনিবার (১৬ আগস্ট) দুপুর থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় সাধারণ মানুষের সাথে মত বিনিময় ও পথসভা করেন।
এ সময় তিনি চান্দলা বাজারে ভোটারদের উদ্দেশ্যে বলেন, "আগামী সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করি। আমাকে কেন্দ্রীয়ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা -৫ থেকে মনোনীত করেছে। আমার মার্কা খেজুর গাছ"।
মাওলানা ওমর ফারুক আরো বলেন, "আমি যদি নির্বাচিত হই বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়নের রোল মডেল হবে। দুর্নীতি মুক্ত দুই উপজেলাকে রূপান্তর করব এছাড়াও বুড়িচং - ব্রাহ্মণপাড়ার রাস্তাঘাটের গত ১৫ বছরের আমল পরিবর্তন নেই কোন উন্নয়ন নেই আমাকে যদি ভোট দেন আমি আপনাদের সেবক হিসেবে রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ এবং লেখাপড়ার ব্যাপক প্রসার ঘটাবো"।
এ সময় দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া, কুমিল্লা- ৬ আসন থেকে মনোনীত মাওলানা মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক যুব জমিয়তের মাওলানা মহিউদ্দিন আব্বাসী, কেন্দ্রীয় সহ-সম্পাদক মাওলানা মারুফুর রহমান, মাওলান জাকির হোসেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন আব্বাসী, মাওলানা এনামুল ইসলাম'সহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।