ই-পেপার শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

৫ দফায় ৬২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৫, ১০:৩৫
আপডেট  : ১৬ আগস্ট ২০২৫, ১০:৪৩

বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে ৫ দফায় ৬২ কোটি ২০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রবাসীরা যেন রেমিট্যান্সে ভালো দাম পায় এবং রফতানি আয় যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই ডলার কেনা হয়েছে। এতে এই মুহূর্তে রিজার্ভ বাড়বে, যা ভবিষ্যতে বাণিজ্যিক খাতকে গতিশীল রাখতে সহায়ক হবে বলে মত অর্থনীতিবিদের।

গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল ৬.৪ শতাংশ। যা ছিল গত দুই দশকে সবচেয়ে কম। সবশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে ৭.২ শতাংশ। এই তথ্য থেকেই বোঝা যায় ব্যাবসায়িক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি।

আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংকখাতে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। সঙ্গে যোগ হয়েছে বিগত সরকারের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুপস্থিতি। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত। এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ৫ আগস্টের আগের অনেক উদ্যোক্তাই এখন বাজারে নেই। ফলে তাদের অনেকের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য হয় বন্ধ হয়ে গেছে অথবা খুড়িয়ে খুড়িয়ে চলছে। অনেকে আবার হয়েছেন ঋণ খেলাপি। তাই তাদের নতুন করে ঋণ পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, রাজনৈতিক সরকারের বিভিন্ন নীতিমালার সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ব্যবসায়ীরা। এই কারণে বর্তমানে ব্যাবসায়িক কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে।

এমন পরিস্থিতিতে ৫ দফায় বাজার থেকে নিলামে ৬২২ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে সমপরিমাণ টাকাও ব্যাংকখাতে প্রবাহিত হয়েছে ব্যাংকগুলোর মধ্যে। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, নির্বাচনের পরে রাজনৈতিক সরকার আসলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবেন। তখন ডলারের চাহিদা বাড়লে বাজারে ডলার বিক্রি শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। যা ভালো একটি উদ্যোগ।

ডলার প্রসঙ্গে তিনি আরও বলেন, বাজারে ডলারে সাপ্লাই আরও স্মুথ করতে হবে। তবে সেই ডলার যাতে প্রয়োজনীয় খাতে ব্যবহার হয় সেটিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে ডলারের পর্যাপ্ত মজুতও। যাতে ভবিষ্যতে সেটি ব্যবহার করা যায়।

বাজারে মুদ্রা বা টাকার তারল্য বাড়লে কমতে থাকে সেই মুদ্রার দাম। যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্ব থেকে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার তুলে নেয়ার প্রভাবে এবং জোর করে চাপিয়ে রাখা ডলারের মূল্য এক লাফে বাড়ে। অর্থাৎ ডলারের উর্ধ্বমুখী স্কেলের সঙ্গে পতন হতে থাকে টাকার মান। যা রেমিটেন্স ও আমদানি রফতানি মূল্যেও প্রভাব ফেলে।

ফলে রফতানিমূল্য ধরে রাখতে ও রেমিটেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে অর্থনীতির এই কৌশল নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ডলার কেনার ফলে রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাজারে ডলারের দাম স্থিতিশীল হয়েছে। এটি না হলে ক্ষতিগ্রস্ত হতেন রফতানিকারকরা। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত হতেন প্রবাসীরা। কিন্তু এই সিদ্ধান্তের ফলে গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশের বেশি রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

উল্লেখ্য, বাজারে ডলারের দাম ২ শতাংশ পর্যন্ত কমে গেলে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার পরামর্শ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৮৩ ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৮২৭ দশমিক ৩০ মিলিয়ন বা ২৫ দশমিক ৮২ মার্কিন ডলার।

আমার বার্তা/এল/এমই

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল পরিবহন

চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি জ্বালানি তেল সরবরাহের জন্য নির্মিত পাইপলাইন সফল প্রাক-কমিশনিংয়ের পর আনুষ্ঠানিকভাবে চালু

বিশ্ববাজারে উর্ধ্বমুখী সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম

বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম। তবে কমেছে ক্যানোলার দাম। পূর্বাভাস

চার ঘণ্টা পর চট্টগ্রামের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১০০ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজসেবার সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার ঘুষ বাণিজ্য

পঞ্চগড় সীমান্তে নদীতে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সেপ্টেম্বরে নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩ আন্তর্জাতিক সম্মেলন: ড. ইউনূস

সিলেট ও সুনামগঞ্জের বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য: জিল্লুর রহমান

দেশকে বারবার দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছে একটি পক্ষ: ফারুক-ই-আজম

সবার সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক

ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত

আল্লাহর শোকর আদায়ে সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নতীকরণে সংবাদ সম্মেলন

নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন: ডেনমার্কের প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স’ ভর্তি পরীক্ষা ৩০ আগস্ট

আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব: নাহিদ ইসলাম

বাংলাদেশে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই, সবার অধিকার সমান: সেনাপ্রধান

বাধ্যতামূলক গোষ্ঠী স্বাস্থ্য বিমা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩৮ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি