গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সীমা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এর আগে রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সীমাসহ দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। সীমা সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল,বাকিদের মধ্যে পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও শিশু আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
আমার বার্তা/জেএইচ