ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে পরে উত্তর গেটে গিয়ে মিছিল শেষ করেন তারা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কারিগরি ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ আমরা সারাদেশে বিক্ষোভ মিছিল করেছি। আমরা এমন কর্মসূচি পালন করেছি যাতে করে সাধারণ মানুষের কোন ধরনের দুর্ভোগ না হয়। আজকে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি ক্যাম্পাসের আশেপাশের এলাকা ঘুরে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরবর্তী কর্মসূচি আমাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালন এবং আগের দেওয়া সব নির্দেশনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আমার বার্তা/এল/এমই