বিএনপির ধারাবাহিক বৈঠকে রোববার অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।
রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে বলে মত দেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন, বিজেপির মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের।
লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
লিয়াজোঁ কমিটির বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মপন্থা এবং ঐক্য গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
আমার বার্তা/এমই