বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ' পাট শিল্পের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।পাটের অনৈতিক মজুতদারি করে রাখা যাবে না।যতটুকু মজুত করার প্রয়োজন ততটুকুই করতে হবে। পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে হলে এর ব্যবহারিক মূল্য ও ব্যবহারিক উপযোগিতার তৈরি করতে হবে। শৈল্পিক মূল্য দিয়ে পাটকে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে স্কেল-আপ করতে হবে। সাপ্লাই চেইন নিয়ে সমস্যাগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। '
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে (১২-১৭ ডিসেম্বর, ২০২৪) ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরো বলেন, ' তৈরি পোশাক শিল্পে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে ভালো অবস্থানে নিয়ে আসার পর ব্যাংক অর্থায়ন শুরু করে। পাটের সেই জায়গা তৈরি করুন, তারপর ব্যাংক অর্থায়নে এগিয়ে আসবে। '
দেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, 'আমি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করছি না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি। এটা আশা করবেন না যে, রাষ্ট্র সব কিছু করে দেবে। আপনি শুরু করুন, রাষ্ট্র আপনার সাথে আছে। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই যারা ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন।'
অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ ও জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে পাটখাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক আলোকপাত করেন।
এসময় মন্ত্রণালয়ের অতি সচিব সুব্রত শিকদার,জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা,এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনশেষে বস্ত্র ও পাট উপদেষ্টা মেলার প্রদর্শনী স্টলগুলো ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন।
উল্লেখ্য, সরকার গত পহেলা নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করেছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক 'সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে।
প্রসঙ্গত, এ মেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত পাটপণ্যের প্রদর্শনীর ৩৪ টি স্টলে বিভিন্ন প্রকার ব্যাগ , অফিস আইটেমস , নার্সারী আইটেম , হোম টেক্সটাইল , পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।