মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়াম এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উক্ত অনুষ্ঠানে, যুগ্ম কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা এর ইশরাত জাহান রুমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মিলন শেখ,অতিরিক্ত কমিশনার - কাস্টমস ও ভ্যাট কমিশনারেট, ঢাকা, পশ্চিম ঢাকা। বিশেষ অতিথি, আখলাক আহম্মেদ, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
আরো উপস্থিত ছিলেন, ইমরান হোসেন রাজস্ব কর্মকর্তা। নাহিদ হাসান রানা,সহকারী রাজস্ব কর্মকর্তা। মো. মনি হাসান মন্ডল, সহকারী রাজস্ব কর্মকর্তা। জান্নাতুল ফেরদৌস তৃষা, সহকারী রাজস্ব কর্মকর্তা। মো. জাহিদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা। সৌরভ কুমার সাহা, সহকারী রাজস্ব কর্মকর্তা। মো. মাসুম বিল্লাহ, সহকারী রাজস্ব কর্মকর্তা। মো. মামুন মিয়া, উপ- পরিদর্শক। মো. রফিকুল ইসলাম, সিপাহি।
অনুষ্ঠানে শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট,সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আমার বার্তা/এমই