ই-পেপার বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৫, ১৬:৪০
কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে বাংলাদেশি চার ক্রীড়াবিদসহ প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত

কাতার ফাউন্ডেশন বাংলাদেশি নারী খেলোয়াড়দের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের ক্যারিয়ারকে সমর্থন করার লক্ষ্যে তাদের জন্য ক্রীড়া সুবিধা উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানি বুধবার (২৩২ এপ্রিল) দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বাংলাদেশের জাতীয় দলের চারজন খেলোয়াড় এই সভায় উপস্থিত ছিলেন। সেখানে তারা তাদের ব্যক্তিগত ভ্রমণ এবং বাংলাদেশে ক্রীড়া ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা তুলে ধরেন।

কাতারের সাবেক শীর্ষ ক্রীড়াবিদ ও আমিরের বোন শেইখা হিন্দ তাদের গল্পে দৃশ্যত মুগ্ধ হয়েছেন এবং তাদের সহনশীলতার প্রশংসা করেন। খেলোয়াড়রা বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য ডরমেটরি, জিম এবং প্রশিক্ষণকেন্দ্রের মতো মৌলিক সুবিধার অভাবের কথা তুলে ধরেন।

জবাবে শেইখা হিন্দ বলেন, কাতার ফাউন্ডেশন বাংলাদেশে এসব স্থাপনা নির্মাণ ও ব্যবস্থাপনার জন্য একটি নিবেদিত ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে।

শিগগিরই নারী খেলোয়াড়দের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে বলে নিশ্চিত করেন প্রফেসর ইউনূস এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য ডরমেটরি, প্রশিক্ষণ ক্ষেত্র, স্বাস্থ্যসেবা, কনফারেন্স স্পেস এবং আবাসন স্থানের উন্নয়নে কাতার ফাউন্ডেশনের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি ফাউন্ডেশন সার্ক, বিমসটেক, আসিয়ান এবং মধ্যপ্রাচ্যের দেশ এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের খেলোয়াড় মেয়েদের জন্য বিশেষ শর্ট কোর্স আয়োজনে সহায়তা করবে।

তিনি অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের উদ্যোক্তা হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করার লক্ষ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল চালু করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, ধারণাটিকে শেখ হিন্দ স্বাগত জানান এবং সমর্থন করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে প্রফেসর ইউনূস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আমিরের মা শেখা মোজা বিনতে নাসেরের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। শেখ মোজা অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৭ বছর পর টেস্ট হারলো বাংলাদেশ

এর আগে টেস্টে  কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে জিততে

স্বার্থের সংঘাতের শঙ্কাতেই রয়েছে প্রিমিয়ার লিগ

ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটিতে থাকা তাঁর জন্য সমীচীন নয়। স্বার্থের সংঘাতের শঙ্কা থাকে। কাজেই

জিম্বাবুয়েকে মাত্র ১৭৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

২১৩ রানে নেই ৭ উইকেট। বাংলাদেশের লিড তখন মাত্র ১৩১ রানের। এই রান নিয়ে তো

মুজারাবানি-এনগারাভার স্পেলে মহাবিপদে বাংলাদেশ

চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ১১২ রানের লিড নিয়ে। হাতে তখন পর্যন্ত ছিল ৬ উইকেট।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও কুয়াকাটা গেস্ট হাউজের সাথে ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস এর সমঝোতা চুক্তি

অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীকে বের করে দিলেন জবি রেজিস্ট্রার

বিএফডিসির সক্ষমতা বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

পারভেজ হত্যা মামলার আরেক আসামি মাহাথির চট্টগ্রামে গ্রেপ্তার

ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা

শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায়: প্রেসসচিব

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা

ইসলামি সমাজ ব্যবস্থায় কালিমা বা তাওহীদের প্রভাব

এক বাক্সে ভোট পাঠাতে সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৩৪২ টাকা

এনটিআরসিএ নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে প্রহসনের শেষ কোথায়

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৭ বছর পর টেস্ট হারলো বাংলাদেশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করতে চাই

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি