সুস্থ পরিবার সমাজের ভিত্তি। এটি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা। যা আমাদের সবার জন্য আশাব্যঞ্জক ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রবাসীদের দেওয়া বার্তায় এ পরামর্শ দেন হাইকমিশনার।
তিনি বলেন, প্রবাসীরা দেশের সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছেন। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সুস্থ থাকার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে প্রতিটি মানুষ একটি সুরক্ষিত জীবনযাপন করতে সক্ষম হবে।
সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে ১ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছে। তাদের বাৎসরিক ওয়ার্ক পারমিট রিনিউ করার সময় বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স করা হয়। ডায়াবেটিক, হাই-প্রেসারের মতো ছোটখাটো চেকআপগুলোর অর্থ ইন্স্যুরেন্সের মাধ্যমে রিকভার করা যায়। তাই প্রবাসীদের নিয়মিত শারীরিক কার্যকলাপে নিযুক্ত থাকার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।
দিবসটিতে একই পরামর্শ দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী চিকিৎসকরাও। তারা বলছেন, স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের মাধ্যমে প্রতিটি মানুষ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।
আমার বার্তা/এমই