রাজধানীর শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ হোসেন রাব্বি(২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৫ এপ্রিল) দিবাগত রাত ১২ দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ হোসেন রাব্বিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু শান্ত জানান, হোসেন রাব্বি একজন ইন্টারনেট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অন্য ব্যবসায়ী মিরাজের সাথে সাজ্জাদ হোসেনের দ্বন্দ্ব চলছিল।সেই দ্বন্দ্বের জেরে সাজ্জাদ হোসেন রাতে শাহ আলী থানার রাইনখোলা ঈদগা মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় মিরাজ গ্রুপের একজন তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে তার পিঠের বাম পাশে গুলি লাগে। পরে আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।
সে আরও জানায়, সাজ্জাদ হোসেন শাহ আলী থানার মিরপুর ১ এর ১৯ নম্বর রোডের সি ব্লকের ৩৪ নম্বর বাসায় থাকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মিরপুরের শাহ আলী থানা এলাকা হতে গুলিবিদ্ধ অবস্থায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি শাহ আলী থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/জেএইচ