অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন জুনের মধ্যে সম্পন্ন করতে চান, তবে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি।”
বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, “উনি (প্রধান উপদেষ্টা) এটা বলেননি যে ডিসেম্বরে হবে না। তবে তিনি জুন পর্যন্ত সময় নিয়েছেন। আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের কাট-অফ টাইম ডিসেম্বর। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের পর নির্বাচন হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপের দাবি জানানো হয়। ফখরুল বলেন, “আমরা আগেই বলে আসছি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নির্ধারিত রোডম্যাপ দরকার। সেই বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে চলমান সংস্কার কমিশনের কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত আছে। আমরা ইতোমধ্যে সংস্কার-সংক্রান্ত আমাদের মতামত জমা দিয়েছি এবং আগামীকাল আরও একটি বৈঠক রয়েছে।”
বিএনপি মহাসচিব আরও জানান, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার তৈরিতে দলটি আগ্রহী। “যেসব বিষয়ে একমত হওয়া সম্ভব, তা নিয়েই আমরা একটি চূড়ান্ত চার্টার গঠনে রাজি আছি। এরপর সেই চার্টারের ভিত্তিতে নির্বাচন ও বাকি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে। নির্বাচনে নির্বাচিত সরকার পরবর্তীতে বাকি সংস্কার বাস্তবায়নের ব্যবস্থা নেবে।”
তবে প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি বলেও জানান মির্জা ফখরুল। “তিনি শুধু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন করতে চান। কিন্তু আমরা বলেছি, এই সময়সীমা গ্রহণযোগ্য নয়,” বলেন বিএনপি মহাসচিব।
ফখরুলের মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব এবং এটাই দেশের জন্য সবচেয়ে জরুরি।
আমার বার্তা/এমই