মিরর ম্যাগাজিন আয়োজিত আগামী ২৬ থেকে ২৮শে মে ২০২৫ এ ঢাকার অভিজাত এলাকা আলকি কনভেনশন সেন্টার, ৩ দিন ব্যাপি Int’l Eid-ul Adha Fashion & Lifestyle Expo-2025 আয়োজিত হচ্ছে। উক্ত
মেলাটি স্বার্থক করার জন্য একটি জামকালো উদ্ভোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ২৬শে মে ২০২৫ইং দুপুর ৩ ঘটিকায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এবং বাংলাদেশের মিডিয়া জগতে স্বনামধন্য সেলিব্রিটিরদের উপস্থিতিতে উদ্ভোধন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর করেছেন “প্রবাসী পল্লী গ্রুপ”। এই আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে
রয়েছে “স্যান্ডিল্যান্ড রিসোট ও হোটেল”। ৩ (তিন) দিন ব্যাপি এই আয়োজনে রয়েছে সুদূর পাকিস্থান থেকে আগত ও দেশী-বিদেশী স্বনামধন্য ফ্যাশন, লাইফস্টাইল ও ফেব্রিক্স প্রতিষ্ঠান ও তাদের বিভিন্ন প্রডাক্ট, এছাড়াও আরো কিছু আকর্ষণীয় স্টল থাকছে এই মেলায়। স্বনামধন্য ডিজাইনার কালেকশন ও রকমারী ফ্যাশন ও লাইফস্টাইল
ফেব্রিক্স প্রডাক্ট প্রদর্শণ ছাড়াও রয়েছে জুয়েলারী, ফুড/পানিয় বিভিন্ন সার্ভিস প্রভাইডর ও ইউনিক কালেকশন। সবার জন্য উন্মুক্ত ২৮শে মে ২০২৫ মেলা শেষ ।