ঈদের আগেই বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। বাজারে আসার আগেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে নতুন নোটের কিছু ডিজাইন। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি নয় বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ সামনে রেখে কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে ২০, ৫০ ও ১ হাজার টাকার নতুন নোট। এগুলোয় থাকছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ছবি। প্রথম ধাপে মোট ১ হাজার কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ‘তিনটা নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে।’
কী ধরনের স্থাপনার ছবি থাকবে সে বিষয়ে ধারণা দিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক বা অন্যকিছু। সেখানে আমরা কোনো পার্থক্য করছি না।’
তবে এরপর থেকেই নোটসদৃশ কিছু ছবিতে সয়লাব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ড. ইউনূস, মাহফুজ আলমসহ অনেকের ছবি। আবার ২০ টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি। যেটি আগে ষাটগম্বুজ মসজিদের ছবি ছিল। বলা হচ্ছে এগুলোই হতে যাচ্ছে নতুন নোট।
নতুন নোটের এসব ছবি দেখে বাস্তব মনে করে নেটিজেনরা মেতেছেন আলোচনা-সমালোচনায়। অনেকেই আবার দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন মঙ্গলবার (২৭ মে) সময় সংবাদকে বলেন, ‘ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১ হাজার টাকার নতুন নোট। সেগুলোর মধ্যে ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল ও সুন্দরবনের ছবি থাকতে পারে। তবে কোন নোটে কোন ছবি থাকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ভাইরাল হওয়া নোটের ছবির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারছি না। এগুলো আসলও হতে পারে, আবার ফেইকও হতে পারে।’
এদিকে, বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘নোট প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয়ে খুব কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। যখন বাজারে আসবে তখন নোটের আসল ডিজাইন সবাই দেখতে পাবে।’
এর আগে, গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাঁকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করেছে।
আমার বার্তা/এল/এমই