বাংলাদেশের গেমিং দুনিয়ায় নতুনভাবে উত্তেজনা ছড়াচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫ (FFWS BD 2025)। আন্তর্জাতিক গেম ডেভেলপার প্রতিষ্ঠান গারেনা আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের সেরা গেমাররা অংশ নেবেন।
দেশের সবচেয়ে বড় গেমিং আসরের ঘোষণা দিলো ফ্রি ফায়ার
বাজেটের দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় গেমিং আসর। প্রাইজ মানি ধরা হয়েছে রেকর্ড ৬৬ লাখ টাকা। শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, এই প্রতিযোগিতা খুলে দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার দরজা। বিজয়ী দুই দল নির্বাচিত হবে দেশের প্রতিনিধিত্ব করার জন্য, যারা অংশ নেবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল ২০২৫-এ।
প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হচ্ছে ১৮ আগস্ট থেকে। নকআউট পর্বে অংশ নেবে ১৮টি দল, যারা তিন সপ্তাহব্যাপী নানা ধাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৩ ও ৪ অক্টোবর।
গারেনার পক্ষ থেকে জানানো হয়েছে, টিম আরএইচকে ও টিম জেবি সরাসরি মূলপর্বে অংশ নিচ্ছে। তাদের পারফরম্যান্স নিয়ে এরইমধ্যে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রতিযোগিতা নয়; বরং দেশের উদীয়মান গেমারদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা প্রদর্শনের এক বিশাল মঞ্চ। তরুণ প্রজন্মের গেমিং দক্ষতা বিকাশ এবং দেশের গেমিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার বার্তা/এল/এমই