ই-পেপার শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

অ্যালকোহলের কারণে প্রতিবছর মারা যান ২৬ লাখ মানুষ

অনলাইন ডেস্ক:
২৬ জুন ২০২৪, ১৬:১৩

অ্যালকোহল জাতীয় দ্রব্য পানের কারণে বছরে প্রায় তিন মিলিয়ন (৩০ লাখ) মানুষ মারা যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুর হার কিছুটা কমে গেলেও অ্যালকোহল পানের প্রভাবে মৃত্যুর বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) ডব্লিউএইচও'র বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বব্যাপী প্রতি বছর ২০ জনের মধ্যে একজনের মৃত্যু ঘটে অ্যালকোহল পানে। মদ্যপানে গাড়ি চালানো, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণে নানারকমের রোগের সৃষ্টি হয়। এসব কারণে পরবর্তীতে মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী ২ দশমিক ৬ মিলিয়ন (২৬ লাখ) মানুষ অ্যালকোহল সেবনের কারণে মৃত্যু হয়েছে। যা ওই বছরে মোট মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ। এদের মধ্যে এক-তৃতীয়াংশ ছিল পুরুষ।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, এসবের ব্যবহার মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এছাড়াও দীর্ঘস্থায়ী রোগসহ, মানসিক স্বাস্থ্যের অবস্থার ঝুঁকি বাড়ায়। যার ফলে দুঃখজনকভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ এর প্রভাবে মৃত্যুর সম্মুখীন হয়।

তবে ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী অ্যালকোহল সেবন কিছুটা হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।

২০১৯ সালে অ্যালকোহল পানের কারণে সবচেয়ে বেশি (১৩ শতাংশ) মারা গেছেন ২০ থেকে ৩৯ বছর বয়সী মানুষ।

অ্যালকোহল পানের কারণে লিভার সিরোসিস ও ক্যানসারের মতো গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে।

ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে অ্যালকোহল পানের কারণে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে প্রায় ১৬ লাখের মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি। তাঁদের মধ্যে ৪ লাখ ৭৪ হাজার জন হৃদ্‌রোগ, ৪ লাখ ১০ হাজার ক্যানসার এবং ৭ লাখ ২৪ হাজার জন আঘাতের কারণে মারা গেছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা ও নিজেকে আঘাত করার ঘটনাও অন্তর্ভুক্ত।

অ্যালকোহলের যথেচ্ছ ব্যবহারে মানুষের যক্ষ্মা, এইচআইভি ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলেও প্রতিবেদনে বলা হয়।

২০১৯ সালে বিশ্বে প্রায় ২০ কোটি ৯০ লাখ মানুষ অ্যালকোহলে আসক্ত ছিলেন; যা মোট জনসংখ্যার ৩ দশমিক ৭ শতাংশ।

এদিকে বিশ্বে মাথাপিছু বিশুদ্ধ অ্যালকোহল পানের পরিমাণ কিছুটা কমে গড়ে সাড়ে পাঁচ লিটার হয়েছে। নয় বছর আগে যা ৫ দশমিক ৭ লিটার ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মাথাপিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোতে; যা গড়ে ৯ দশমিক ২ লিটার। এরপরই রয়েছে আমেরিকার দেশগুলো; গড়ে ৭ দশমিক ৫ লিটার। সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে।

আমার বার্তা/এমই

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জন নিহত

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন এক

লাদাখে নদিতে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত

ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার

হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা

লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েক ঘণ্টায় লেবাননের

বিতর্ক খারাপ হলেও ট্রাম্পকে হারানোর প্রত্যয় বাইডেনের

নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কের ‘অংশগ্রহণ’ কিছুটা খারাপ হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

সাধ ও সাধ্যের ব্যবধান কমে আসবে: অর্থমন্ত্রী

আদানির কেন্দ্র থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গ্রাহকের শতকোটি টাকা নিয়ে ভারতে পালানো প্রাণনাথ গ্রেপ্তার

সরকার ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সঙ্গে চুক্তি করেছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এপ্রিল থেকে নেওয়ার পরিকল্পনা

বাড়ন্ত শিশুর হাড়ের রোগ রিকেটস

ছাত্র প্রতিনিধি ছাড়াই জাবির সিনেট অধিবেশন শুরু

খালেদাকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন

বক্তৃতায় মুক্তি মেলে না, আন্দোলনের পরামর্শ বিএনপি নেতাদের

প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির নেতাদের মুখে যত জোড়, আন্দোলনে তা নেই: কাদের

অর্থনীতি সংকটে, প্রস্তাবিত বাজেট গতানুগতিক: জি এম কাদের

বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে: প্রধানমন্ত্রী

র‍্যাব-পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে: রিজভী

ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জন নিহত

ভারতের সঙ্গে চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয়

আমরা ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব নয়: গয়েশ্বর