ই-পেপার মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

ছাত্র প্রতিনিধি ছাড়াই জাবির সিনেট অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক:
২৯ জুন ২০২৪, ১৯:০৩

দীর্ঘ ৩২ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বন্ধ থাকার ফলে ছাত্র প্রতিনিধি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ৪১তম সিনেট অধিবেশন শুরু হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়েছে।

এদিকে ছাত্র প্রতিনিধি ছাড়া এই সিনেট অধিবেশনকে ‘অপূর্ণাঙ্গ’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্র নেতারা জানান, ১৯৭৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী জাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট। সেই সিনেটে অন্যান্য প্রতিনিধির সঙ্গে অধ্যাদেশের ১৯(১) এর (কে) ও ১৯ (২) ধারা মেনে জাকসু নির্বাচনের ব্যবস্থা করা এবং উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধির বিষয়টি তিন দশকের বেশি সময় ধরে নিশ্চিত করা হয়নি। এই দীর্ঘ সময় ছাত্র প্রতিনিধিদের মনোনীত সদস্য ছাড়াই সিনেটের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ঢাকা পোস্টকে বলেন, সিনেটে ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীরা একদিকে যেমন বঞ্চিত হচ্ছে অন্যদিকে তাদের দাবি-দাওয়াগুলো ভালোভাবে উপস্থাপিত হচ্ছে না। বাজেটকে শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে হলে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধি থাকা দরকার। ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশন কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা এভাবে দিনের পর দিন বঞ্চিত না হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, ১৯৯২ সালের পর থেকে জাকসু নির্বাচন হয় না। ফলে ছাত্র প্রতিনিধি ছাড়া প্রতিবছরই সিনেট অধিবেশন বসছে। ছাত্র প্রতিনিধি না থাকার কারণে শিক্ষার্থীদের অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার সিদ্ধান্তে দেখা যাচ্ছে না। সেইসঙ্গে ছাত্র সংসদ নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর জন্যও এক প্রকার সংকট। তাই আমরা চাই জাকসু হোক, বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্তগত জায়গায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ুক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার মো. আবু হাসান বলেন, জাকসু না থাকায় ছাত্র প্রতিনিধি ছাড়াই সিনেটে বসতে হচ্ছে। তবে যেহেতু জাকসু নির্বাচনের ব্যাপারে উপাচার্য অঙ্গীকার ব্যক্ত করেছেন সেহেতু নির্বাচন হবে এবং আশা করি পরবর্তী সিনেটগুলোতে ছাত্র প্রতিনিধি থাকবে।

আমার বার্তা/এমই

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১

১৫ দফা দাবিতে পাবিপ্রবির বিভিন্ন দপ্তরে তালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের ১৫ দফা দাবি আদায়ে লক্ষ্যে বিভিন্ন দপ্তরে তালা

কোটা পুনর্বহালের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পুনর্বহালের প্রতিবাদ ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের পরমত সহিষ্ণু হতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্ব ব্যবস্থাপনা বুঝতে হলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিতে বদলি-অবসর যথেষ্ট নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চায় টিআইবি

জাপানের দেয়া অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রধানমন্ত্রীর হাতে

জাতির পিতার সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের শ্রদ্ধা

মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যুবকের মৃত্যু 

ইউরোপের কথা বলে লিবিয়ায় পাঠিয়ে মুক্তিপণ নিতেন তিনি

শিশুদের যৌন নিপীড়ন : নেপালে ধর্মগুরুর ১০ বছরের কারাদণ্ড

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের প্রাধান্য

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদার করবে কানাডা

প্রশাসক নিয়োগের বিধান রেখে ইউনিয়ন পরিষদ বিল পাস

কয়েকজনের দুর্নীতির কারণে সবাই বিব্রত: মন্ত্রিপরিষদ সচিব

জুনে নির্যাতনের শিকার ২৯৭ নারী ও কন্যাশিশু

এবার এনবিআরের সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা

বিসিবির বোর্ড সভায় আলোচনায় থাকবেন কোচ সালাউদ্দিন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্দরে ৩ নম্বর সংকেত, রাতেই ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন

সাজা ও জরিমানা মাদকের পরিমাণের ওপর: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

বিএনপির ঘুম হারাম হয়ে গেছে: কাদের

আর্জেন্টিনাসহ ৯ দেশে নতুন কূটনৈতিক মিশন হবে: পররাষ্ট্রমন্ত্রী