ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

১৫ দফা দাবিতে পাবিপ্রবির বিভিন্ন দপ্তরে তালা

পাবিপ্রবি প্রতিনিধি:
০১ জুলাই ২০২৪, ১৭:৩৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের ১৫ দফা দাবি আদায়ে লক্ষ্যে বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মকর্তা পরিষদের সদস্যরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের দপ্তর ছাড়া বাকি সব দপ্তরে তালা দেন তারা। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেন।

কর্মকর্তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে ১৪ দফা দাবি নিয়ে কর্মচারী পরিষদের একাংশ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের করেন। এসময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৪ শতাংশ গৃহ ঋণ বাস্তবায়ন, কর্মকর্তাদের পদন্নোতি নীতিমালা সংশোধন, কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধনসহ ১৫ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন তারা। ওই স্মারকলিপিতে ২৮ মে’র মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় দেওয়া হয়। কিন্তু ২৮ তারিখের মধ্যে প্রশাসন দাবিগুলো পূরণ না করায় ৪ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়।

এরপর ৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। ঈদের ছুটির আগে টানা ৬ দিন এবং ঈদের ছুটির পর ৩ দিন মিলিয়ে মোট ৯ দিন কর্মবিরতি পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

অন্যদিকে কর্মচারি পরিষদের সদস্যরা জানান, গত ১২ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর, কর্মচারীদের পদন্নোতি নীতিমালা সংশোধন, ৪ শতাংশ গৃহ ঋণ বাস্তবায়ন, এডহক হতে পেনশন গণনা, কর্মচারীদের ডরমেটরি এবং ক্লাবের ব্যবস্থা, মাস্টাররোল এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তারা ৩০ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন জানান।

তারা আরও জানান, ৩০ জুনের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন।

কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এই ১৪ দফা আমাদের অধিকার আদায়ের। আমাদের দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না।

কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ বলেন, আমরা টানা ৯ দিন কর্মবিরতি পালন করছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদের দাবিগুলো পূরণ করেননি, আমাদের সঙ্গে কথাও বলেননি। আমরা প্রশাসনকে জানিয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি বন্ধ হবে না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, দাবি অনেকগুলো, আমরা আলোচনা করছি এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

আমার বার্তা/নাজমুল ইসলামি/এমই

ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

হাইকোর্টের কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচির পর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবি শিক্ষার্থীরা

২০১৮ সালে জারি করা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ

ফের বুয়েটের উপাচার্য হলেন ড. সত্য প্রসাদ মজুমদার

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

কোটা বাতিলের দাবিতে ফের জড়ো হচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা হাইকোর্ট কর্তৃক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বায়নের যুগে নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না

গাইবান্ধায় বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

প্রবাসী আয়ে যুক্তরাষ্ট্র-সৌদিকে পেছনে ফেলে শীর্ষে আমিরাত

ভৈরবে অটোরিকশাচালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমুদ্র সম্পদের ব্যবহার নিশ্চিন্ত করতে হবে

চাকরির বয়সসীমা ৩৫ করার পরিকল্পনা নেই: জনপ্রশাসনমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন ইস্যু অগ্রাধিকার পাবে: পররাষ্ট্রমন্ত্রী

ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

২০৩৫ সালে দেশে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হবে: প্রধানমন্ত্রী

বৈশ্বি প্রেক্ষাপট এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের বিষয়সমুহ

বিএনপির মনের জোর কমে গেলেও বেড়েছে গলার জোর: কাদের

প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী

৯ প্রকল্পে জাইকার সহায়তা ১১ হাজার ৩৪৪ কোটি টাকা

শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে: প্রতিমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণে প্রকৌশলীর কুকীর্তি প্রকাশ্যে আনলেন স্ত্রী

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সিগন্যাল অমান্য করলে মানতে পারি না

সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব: স্পিকার

দুটি গ্যাসকূপ খননের কাজ পেল চীনা কোম্পানি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার: রিজভী