বিয়ের ৬ বছরের মাথায় সংসার ভেঙেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি।
কনা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছে। কারণ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে। তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়।
এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন।
অন্যদিকে কনাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের গান নিয়েই।
এরই মধ্যে সম্প্রতি কনার ডিভোর্সের একটি উকিল নোটিসের কপি গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে দেখা যায় কনার ডিভোর্সে দুইজন সাক্ষী হয়েছেন। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অন্যজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।
যারা শোবিজাঙ্গনে খোঁজ রাখেন, তারা জানেন- কনার খুব ঘনিষ্ঠ বান্ধবী নুসরাত ফারিয়া। এমনকি গায়িকার স্বামী গহীনের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।
ফলে তাদের বিচ্ছেদের সময়ও যেন পাশেই ছিলেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে ফারিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়া ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই দুজনের সেই সম্পর্কে ফাটল ধরে। আলাদা হয়ে যায় পথচলা।
নুসরাত ফারিয়াকে সর্বশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা গেছে। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।
আমার বার্তা/এমই