তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পুরো দল এখনও আসেনি। বিকেলে দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবে। তুলনামূলক তরুণ এক দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান।
আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সংক্ষিপ্ত সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিলো মেন ইন গ্রিনরা। বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচই পাকিস্তান খেলবে শের-ই বাংলা স্টেডিয়ামে। তার আগে পাকিস্তানের অধিনায়ক মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা।
পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’
এই সিরিজটি মূলত দুই দেশের বোর্ডের সমঝোতায় অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে পাকিস্তান দল। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এ সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে।
পাকিস্তানের সবশেষ সিরিজের পাঁচ ক্রিকেটারকে বদলে স্কোয়াডে ঘোষণা করেছিলো পাকিস্তান। এই স্কোয়াডে যে পাঁচজন জায়গা পেয়েছেন তারা হলেন—আহমেদ দানিয়াল, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি। পাকিস্তানের এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো ক্রিকেটারদের। তবে পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, নিজেদের বেঞ্চের শক্তি বাড়াতেই তরুণদের সুযোগ দেয়া হয়েছে এই সিরিজে।
এদিকে পাকিস্তান দল ঢাকায় আসলেও, বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার (১৬ জুলাই) শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরবে টাইগাররা।
আমার বার্তা/এল/এমই