আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ নিয়ে আসছে ‘কাড়িয়া নিলা ঘুম’ শিরোনামেই আছে। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। গানটি লিখেছেন মুনসুর সানি, সুর করেছেন সাজ্জাদ আর সংগীতে প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা।
গানটি প্রকাশিত হয়েছে আইকে মিউজিক স্টেশন-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ। প্রযোজনা করেছেন ইমদাদ খান, আর মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন এম.এইচ মুন্না।
জাহেদ পারভেজ পাবেল তার মেলোডিক ভয়েসে ভালোবাসার ব্যথাকে তুলে ধরেছেন অপূর্বভাবে। তার গলায় যেন ঘুম ভাঙানো কান্নার সুর। আর হৈমন্তী রক্ষিত দাস এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল কণ্ঠ। তার কণ্ঠে আছে কোমলতা, আবার দৃঢ়তার ছোঁয়াও। এই গানে তার গায়কী এক কথায় অনবদ্য।
গীতিকার মুনসুর সানি ও সুরকার সাজ্জাদ এই দুইজন মিলে এমন একটা আবেগঘন গান সৃষ্টি করেছেন, যা সহজেই শ্রোতাকে টেনে নেয়। গানের প্রতিটি লাইনে ভালোবাসার হাহাকার, হৃদয়ের গভীরতা। গানটির প্রতিটি উপাদান মিলেই এটা এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতা মুগ্ধ প্রশংসা করছেন, অনেকেই বলছেন এমন গান আজকাল কম হয়।
এই বিষয়ে জাহেদ পারভেজ পাবেল বলেন, বাংলা গান ও সংগীতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই গান, এটাই প্রত্যাশা করছি। খুব কাছের একটা প্রজেক্ট। তবে গানের পর্দার পেছনের নায়ক হচ্ছেন ইমদাদ ভাই। এত বড় সেট, এত চমৎকার টিম সবই উনার সাহসী প্রযোজনায় সম্ভব হয়েছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উনি যেভাবে বিনিয়োগ আর ভরসা দিয়ে পাশে দাঁড়ান, সেটাই সত্যিকারের অনুপ্রেরণা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি, আর ইমদাদ ভাইকে ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য।
আমার বার্তা/এল/এমই