বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন ভালো ভালো কিছু কাজ। সাহিত্যনির্ভর সিনেমায় অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন ‘ডার্টি পিকচার’-খ্যাত এই অভিনেত্রী। তবুও বছরের পর বছর অপেক্ষা করেছিলেন সাফল্যের জন্য। বিদ্যা বালান নিজেই জানিয়ে দিলেন সেই অপেক্ষা এবার শেষ হল।
গেল ১ নভেম্বর মুক্তি পেয়েছে বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমা। এই সিনেমায় তিনি ফিরেছেন মঞ্জুলিকা চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে পেয়েছে সাফল্য। এই সাফল্যের মাধ্যমে ১৭ বছর পর বিদ্যার নামের পাশে সুপারহিটের তকমাও লেগে গেল।
‘ভুল ভুলাইয়া-৩’র সাফল্য বিদ্যা বালানের জন্য একটি বিজয়ী প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। যিনি সাম্প্রতিক বছরগুলোতে বক্স অফিসে একটি জটিল প্রতিযোগিতা সহ্য করেছিলেন।
বিদ্যা বলেন, ‘আশার চেয়েও বেশি সাড়া পেলাম এ সিনেমায়। আমার কখনো মনে হয়নি, ১৭ বছর পর এ চরিত্রে ফিরলেও দর্শক আমাকে গ্রহণ করবে। আমি দারুণ খুশি যে সিনেমাটা বাণিজ্যিকভাবেও সফল হলো।’
সম্প্রতি সিনেমাগুলোতে নাচের চেয়ে গল্পভিত্তিক কাজে বেশি মনোযোগী বিদ্যা। সেটাও বলে দিলে অনায়াসে। তার কথায়, ‘আমি আসলে নিজেকে একজন নৃত্যশিল্পী মনে করি না। তবে অভিনয়ের জন্য যদি ডান্স নাম্বার প্রয়োজন হয়, আমি সেটার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর হ্যাঁ, মাধুরী দীক্ষিতের সঙ্গে পারফর্ম করতে হলে তো নিজেকে আরও প্রস্তুত করে নিতে হয়। এ সুযোগ জীবনে একবারই আসে।’
বিদ্যা বালন ১৯৯৫ সালে একতা কাপুরের জনপ্রিয় কমেডি টিভি সিটকম হাম পাঁচ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বিদ্যা। যেখানে তিনি রাধিকা মাথুরের চরিত্রে একটি স্থায়ী ছাপ ফেলেছিলেন। আগামী বছর বিনোদন দুনিয়ায় ৩০ বছর উদযাপন করার জন্য বিদ্যা একটি উল্লেখযোগ্য মাইলফলকের চূড়ায়।
শেষ তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমার একমাত্র স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়া। আমি আমার স্বপ্নে বেঁচে আছি। আমি এটিকে ভালবাসি, আমি এটিতে নিজেকে উন্নতি করি।
আমার বার্তা/এমই